পৃথিবীতে যে কত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে তার কোন শেষ নেই। কিছু কিছু রহস্য অমীমাংশীত। আর কিছু রহস্য সৃষ্টি করেছে মানুষ নিজেই। যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ার স্যাম ভেন অ্যাকেন এক গাছে ৪০ রকম ফল ধরিয়ে নজির স্থাপন করেছেন।
তিনি নিউইয়র্কের সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যবিদ্যা বিভাগে বর্তমানে অধ্যাপনা করছেন। তিনি প্রাচীন পদ্ধতিতে অর্থাৎ কলম পদ্ধতিতে কাজ করেই এই অনন্য কর্ম সাধন করেছেন। দুটি গাছের ডালকে এমনভাবে জুড়ে দিয়েছেন যাতে উভয় গাছের শিরা-উপশিরা পরস্পরের মধ্যে প্রভাবিত হয়। এটাকে বলে গ্রাফটিং। এভাবে বিভিন্ন গাছের ডাল জোড়া দিয়ে অনেক বছর সময় নিয়ে তিনি কাজটি সম্পন্ন করেছেন।
এভাবে ৪০টি গাছের ডাল জোড়া দেওয়ার পর গাছটি স্বাভাবিক দেখালেও বসন্তকালে এটি সাদা, লাল, বেগুনি, গোলাপী, হলুদ বিভিন্ন রঙের মিশেলে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারনা হয়। আর গ্রীষ্মকালে আম, বরই, চেরি পিচফল, অ্যালমন্ড, নেক্টারিনসহ চল্লিশ পদের ফল ধরে।
তার এই উদ্যোগ কেবল মাত্র বৈপ্লবিক শিল্পকর্মই নয় খুলে দিয়েছে ফল উৎপাদনের নতুন দিগন্ত। শত শত পর্যটক গাছটি দেখতে ভির জমান প্রতি বছর।
লেখকঃ মাইদুল সরকার
2 thoughts on “৪০ ফলের এক গাছ”
ধন্যবাদ দোস্ত <3