(ছড়াকাব্য: নুর আমিন লেবু)
চলচ্চিত্র প্রেমিরা কাতরায়
পাঁজরে পুরনো ব্যথা;
গলগলে খুনে শ্রাবনের ঢল
লেগেছিলো গুলি যেথা।
এই’কি আজ আমাদের হাল,
দেখতে যেমন ছন্ন;
ভালোবাসার জায়গাটুকু’তে
কালো মেঘের অন্ধ
দুষ্টু ছানার মিষ্টি হাসি
ভাবাখানা, খেয়ে ফেলেছি;
মরে ডুবে সাগরে;
ছন্নছাড়া জগৎবাসী?
ওরে আমার ছানা ভায়া
পেলে বহুত সুখ?
আগুনের লৌহ শিখায়;
পুড়ে গেছে মুখ?
ভাবছো তবে বসে বসে
জগৎবাসী শেষ?
আসছি তবে রঙ্গিন বেশে;
লাগছে দেখো বেশ
একে একে শুভেচ্ছা
পোষ্ট যত আসছে;
জগৎ এর প্লাটফর্ম;
একি সুরে ভাসছে।
ভালোবাসা ছিলো ভায়া
ভালোবাসা আছে;
সবি’কে আজ বসন্তে
ফুলের ঘ্রাণ ছুয়েছে
বাজে বীন,বাজে ঢাক
বুকে উঠি রিনরিন;
দুখ-জরা হোক লীন
বুকে সুখ ধিনাধিন
হেসে,খেলে,নেচে,গেয়ে
উৎসবে রাঙিয়ে;
আমরা জগৎবাসী
ঘুরে দাড়াবো প্রত্যয়ে।
সবাই দোয়া করবেন,
আমাদের এই নতুন পথচলায় সহযোগিতা করবেন।
[বিদ্র: সম্মানিত গ্রুপ সদস্যদের প্রতি আহবান, আপনাদের বন্ধুদের গ্রুপটিতে জয়েন করানোর জন্য ইনভাইট করুন, আমাদের পাশে থাকুন]
ফেসবুক গ্রুপ লিংক: ‘বাংলা চলচ্চিত্র জগৎ’