ডিগ্রি ২য় বর্ষ বাংলা ক – বিভাগ
১/ ঐকতান শব্দের অর্থ কি?
২/ বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
৩/ নিষাদ কি কোনদিন পক্ষিণীর গোত্র ভুল করে? এটি কোন কবিতার চরণ?
৪/ টেকচাদী বাঙ্গালা ?
৫/ বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত্র কে?
৬/ রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধের লেখক কে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে
৭/ একরাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিল?
৮/ ক্ষেন্তি কি রোগে মৃত্যুবরণ করে?
১/ কবিমন কে?
১০/ গুরুচণ্ডালী দোষ কি?
১১/ আই ন যাইব্যুম আঞ্চলিক ভাষারীতির প্রমিত বাংলা রূপ লেখ।
১২/ শুদ্ধ বানান লেখ উচ্ছ্বাস, সাক্ষরতা, আকাঙ্ক্ষা, শাশ্বত।
১৩/ ক্ষণপ্রভা শব্দের অর্থ কি?
১৪/ বনলতা সেন কবিতার কবি কত বছর ধরে পথ হাটছেন?
১৫/ ডাইকের সুরে কিসের ইঙ্গিত থাকে?
১৬/ জন ব্রাইট কে
১৭/ রাজবন্দীর জবানবন্দী কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন?
১৮/ প্ৰকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন?
১৯/ সুরবালার স্বামীর নাম কি?
২০/ আদ্মজা শব্দের অর্থ কি?
২১/ কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়?
২২/ চৈতি কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো?
২৩/ যদ্ধ বিধি কাকে বলে?
২৪/আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের দলনায় তুলেছেন?
২৫/ চৈতী হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন?
২৬/ ঐকতান শব্দের অর্থ কি?
২৭/ আঙ্গিক বিচারে সোনালী কাবিন 5 কোন ধরনের কবিতা?
২৮/ বিষয় অনুসারেই রচনায় ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত কার?
২৯/ হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ?
৩০/ সভ্যতার সংকট প্রবন্ধের রবীন্দ্রনাথ ভারতবর্ষের দুর্গতির জন্য কাকে দায়ি করেন?
৩১/ বাংলার জাগরণ প্রবন্ধের কাকে মানব প্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে?
৩২/ একরাত্রি গল্পের নায়িকার নাম কি
৩৩/ পত্র শব্দটির আভিধানিক অর্থ কি?
৩৪/ হুজুর কেবলার প্রধান খলিফা কে?
৩৫/ নয়নচারা গল্পে উল্লিখিত নদীটির নাম কি?
ডিগ্রি ২য় বর্ষ বাংলা খ – বিভাগ
১/ মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে কোভিদ মর্মবেদনা সংক্ষেপে লেখ।
২/ কাজী নজরুল ইসলামের চৈতী হাওয়া কবিতা একইভাবে বিরহ প্রেমিক হৃদ ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখ।
৩/ হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধের কি বলতে চেয়েছেন তা সংক্ষেপে লিখ।
৪/ যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে দেহের যৌবন ও মনের যৌবন এর করো। “নয়নচারা গাঁয়ে কি মায়ের বাড়ি?” কে, কাকে এবং কেন এ কথা বলেছিল?
৫/ “মন্বন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্তরে।” কি প্রকারে? সংক্ষেপে লিখ।
৬/ রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতায় তরুণ কবিদের প্রতি যে দায়িত্বভার অ সংক্ষেপে তা আলোচনা করো।
৭/ “বার বার ফিরে আসে” কবিতায় রক্তাক্ষত শার্ট কোথায় কোথায় ফিরে?
৮/ বিষয় অনুসারেই রচনায় ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচি লেখক কি বুঝিয়েছেন সংক্ষেপে লিখ।
৯/ ধার্মিক আর কালচার্ড মানুষের মধ্যে পার্থক্য সংক্ষেপে আলোচনা করো।
১০/ এমদাদ এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
১১/ প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে পাঁচী চরিত্র আলোচনা করো।
ডিগ্রি ২য় বর্ষ বাংলা গ – বিভাগ
১/ রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূল বক্তব্য লিখ।
২/ কবির ক্লান্ত পথিকসত্তা কিভাবে শান্তি লাভ করেছিল বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা করো।
৩/ সভ্যতার সংকট প্রবন্ধের রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট এবং তা থেকে উত্তরণ সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা করো।
৪/ ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। উক্তিটির আলোকে ধর্ম ও সংস্কৃতির পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ করো।
৫/ “ভিখু প্রবণভাবে সংগ্রামশীন অস্তিত্ববাদী” মন্তব্যটির আলোকে প্রাগৈতিহাসিক গল্পের ভিখু চরিত্র আলোচনা করো।
৬/ ছোট গল্প হিসেবে আত্মজা ও একটি করবীগাছ’ গল্পটির সাফল্য বিচার করো।
৭/ দৃষ্টান্তসহ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য লিখ।
৮/ একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শুন্য পদে নিয়োগ প্রাপ্তির জন্য একটি আবেদন পত্র লিখ।
৯/ কবি কাজী নজরুল ইসলামের চৈতী হাওয়া কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ছুটে উঠেছে উক্তিটি বিশ্লেষণ করো।
১০/ ডাহুক কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো।
১১/ রাজবন্দীর জবানবন্দী প্রবন্ধের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রেমের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো।
১২/ বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।
১৩/ রবীন্দ্রনাথের একরাতি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো।
রেফারেন্সঃ shahriar1.com
আমার অন্যান্য ব্লগগুলো দেখুন এখানে