শুরু হয়েছে রাশিয়ার ইউক্রেন আক্রমণ। রাশিয়ার আক্রমণ যতটা না বেশি সক্রিয়, তার থেকে বেশি সক্রিয় অবস্থানে রয়েছে পশ্চিমা বিশ্ব। ফুসে উঠেছে পশ্চিমা বিশ্ব। পশ্চিমা মিডিয়ায় এক অনন্য আহাজারি। পৃথিবীর ইতিহাসে হয়ত এবারই প্রথম কোনও দেশের উপর আক্রমণ হয়েছে। পশ্চিমা বিশ্বের নেতাগণ রাশিয়ার বিরুদ্ধে সরব হয়েছে ইউক্রেন আক্রমণের কারনে।
অথচ, এই একই দৃশ্য যখন ফিলিস্তিন, সিরিয়া, লিবিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন এর উপর অতিবাহিত হয় তখন পশ্চিমা বিশ্ব যেনও খুব আরাম করে ঘুমিয়ে পরে। আসলে এ- এক চিরচেনা রূপ তথাকথিত পশ্চিমা বিশ্বের। পৃথিবীতে নেতৃত্ব দানকারি শক্তিশালী রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বার্থ যেখানে কাজ করে, তারা সেখানেই সরব হয়ে উঠে। ফিলিস্তিনে স্বাধীনতাকামী মানুষ ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে কয়েক দশক ধরে প্রতিবাদ করে আসছে। কিন্তু, একটুও টনক নড়ে নি পশ্চিমা বিশ্বে। এ-এক ডবল স্টান্ডার্ডস। ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ ও শিশু নিহত হলেও এক বিন্দুও টনক নড়ে নি তাদের। আর এখন যখন রাশিয়া তার দেশের স্বার্থের জন্য ইউক্রেনে হামলা চালিয়েছে, ঠিক তখনই ফুঁসে উঠেছে পশ্চিমা গঙ্গ। পৃথিবীতে অশান্তি, মারামারি, হানাহানি, যুদ্ধ সৃষ্টির জনকগণ আজ মানবতার ফেরিওয়ালা হয়ে গেলেন ইউক্রেন ইস্যুতে। এই আমাদের বর্তমান বিশ্ব। এই আমাদের ডিজিটাল-উন্নত বিশ্ব।
কবে হবে হে, পৃথিবীতে শক্তির ভারসাম্য??
ততদিনে হয়ত পৃথিবীই ধ্বংস হয়ে যাবে।